মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

By আশিক রহমান
28 February 2024, 09:28 AM

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সিলেটের ব্যবসায়ী জাহাঙ্গীর আলী সাজু (৫০)।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার মেয়ে সানজিদা মুমু (২৫)। তার অবস্থা আশঙ্কাজনক।

ছেলে শাহজাহান তামিম (২২) প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ২৫ ফেব্রুয়ারি ওয়ারেন সিটির রায়ান রোডে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি সাজু ও তার পরিবারকে বহনকারী গাড়ির গায়ে ধাক্কা দেয়।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাজু ও তার দুই সন্তানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করেন।

২৭ ফেব্রুয়ারি মিশিগানের ডেট্রয়েট সিটির মসজিদূন নুরে অনুষ্ঠিত সাজুর  প্রথম জানাজায় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

জানাজা  শেষে নিহতের শ্যালক ইসফা ইসলাম জানান, সাজুর মরদেহ আগামী ৩ মার্চ দেশে এসে পৌঁছাবে। সে দিনই সিলেট শহরে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলী সাজুর বাড়ি সিলেটের আম্বরখানার বড়বাজারে। শহরের পৌরবিপনীর কাঁচঘরের মালিক সাজু চার বছর আগে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্র পাড়ি দেন।
 

লেখক: মিশিগান প্রবাসী বাংলাদেশি সাংবাদিক