মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের জন্য স্থানীয়দের ছাঁটাই করলে ‘ব্যবস্থা’

আহমাদুল কবির
আহমাদুল কবির
5 February 2023, 04:59 AM
UPDATED 5 February 2023, 11:07 AM

বিদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের বরখাস্ত করা হলে নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার।

গতকাল শনিবার দেশটির সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের (সকসো) প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামের স্নাতকদের  সনদ প্রদানের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সরকার যদি দেখতে পায় যে, এমন ঘটনার কারণে স্থানীয় শ্রমিকরা তাদের কাজ হারিয়েছে তাহলে কোন অজুহাত গ্রহণ করা হবে না।  নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

মানবসম্পদমন্ত্রী আরও বলেন, 'বিদেশি কর্মীদের সঙ্গে স্থানীয়দের প্রতিস্থাপন করা ঠিক নয়।'

মালয়েশিয়ার বেশ কয়েকটি সংস্থার দাবি- উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবার মতো গুরুত্বপূর্ণ খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে।

করোনা মহামারির পরবর্তী সময়ে মালয়েশিয়া সরকার নিয়োগের ক্ষেত্রে স্থানীয় শ্রমিকদের প্রাধান্য দিয়ে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয়।

অভিবাসী শ্রমিকদের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে ১০ জানুয়ারির বৈঠকে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়।