হারিয়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ ফাইল, থানায় জিডি

By স্টার অনলাইন রিপোর্ট
30 October 2021, 09:42 AM
UPDATED 30 October 2021, 16:01 PM

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি ফাইল পাওয়া যাচ্ছে না মর্মে গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্ত্রণালয়।

এর সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, '‌ফাইল হারিয়ে যাওয়া নিয়ে বৃহস্পতিবার একটি জিডি হয়েছে। শুক্র ও শনিবার পড়ে যাওয়ায় এখনও তদন্ত শুরু করা যায়নি। আগামীকাল আমরা মন্ত্রণালয়ে ভিজিট করবো।'