বেতনের দাবিতে খুলনা মেডিকেলে হরিজন কর্মচারীদের ধর্মঘট

By নিজস্ব সংবাদদাতা, খুলনা
25 November 2021, 13:24 PM

বেতন-ভাতার দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ে নিযুক্ত হরিজন পরিচ্ছন্নতাকর্মীরা আজ ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায়ে তারা আজ হাসপাতালের বিভিন্ন ইউনিট ও পরিচালকের কার্যালয়ের সামনে মল ছিটিয়ে দেন।

এ অবস্থায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন ও ওয়ার্ডে থাকা রোগীরা দুর্গন্ধে অতিষ্ট হচ্ছেন।

ধর্মঘটকারীরা জানান, গত পাঁচ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা ধর্মঘট শুরু করেছেন।

জানা গেছে, খুমেক হাসপাতালে গত ১১ মাস ধরে ৪৫ জন হরিজন আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করছেন। প্রথম ৬ মাস বেতন পেলেও গত ৫ মাস তারা বেতন পাননি। করোনাকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিয়েছিল।

আন্দোলনকারীদের একজন বিধান হরিজন বলেন, গত ৫ মাস ধরে আমরা শুধু কাজই করে যাচ্ছি। আমাদের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই আমাদের কাজ করাচ্ছে। আমরা ধর্মঘট করতে বাধ্য হয়েছি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার রবিউল হাসান ডেইলি স্টারকে বলেন, প্রতীকী ধর্মঘট হিসেবে তারা আমার দপ্তরে বা অন্য জায়গায় ময়লা কিছু ফেলেছে বলে শুনেছি। যদিও তা পরিষ্কার করা হয়েছে। দৈনিক ভিত্তিতে ৪০ থেকে ৪৫ জন হরিজন সম্প্রদায়ের মানুষ এখানে কাজ করেন। আগের পরিচালকের প্রতিশ্রুতি অনুযায়ী তারা দুই মাসের টাকা দাবি করেন। এক মাসের টাকা দিতে গেলে তারা নিতে অস্বীকৃতি জানিয়ে এই কাজ করেছেন।