সাজেকে চাঁদের গাড়ি উল্টে আহত ৯

By নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি
27 July 2022, 07:35 AM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় চাঁদের গাড়ি উল্টে ৯ জন আহত হয়েছেন।

আহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে রবি চাকমা ও সামি উদ্দিনের অবস্থা গুরুতর। রবি চাকমার ডান পা ও সামি উদ্দিনের বাম হাত ভেঙে গেছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বুধবার সকালে মাচালং থেকে যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিলো গাড়িটি, হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে, পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।'

দুর্গম পাহাড়ে যাতায়াত এবং স্থানীয়দের উৎপাদিত ফসল বহনের একমাত্র উপায় চাঁদের গাড়ি আঁকাবাঁকা ও কাঁচা রাস্তায় চলাচল উপযোগী হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। তবে বেশীরভাগ গাড়ি অনিবন্ধিত আর স্থানীয় চালকের প্রশিক্ষণ না থাকায় এমন দুর্ঘটনাও বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।