হংকংয়ে গণতন্ত্রপন্থি সংবাদমাধ্যমের ৬ কর্মী গ্রেপ্তার

By স্টার অনলাইন ডেস্ক
29 December 2021, 06:08 AM

হংকংয়ে গণতন্ত্রপন্থি অনলাইন সংবাদমাধ্যম 'স্ট্যান্ড নিউজ'র ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।

আজ বুধবার সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, 'রাষ্ট্রবিরোধী প্রকাশনা'য় জড়িত থাকার সন্দেহে 'স্ট্যান্ড নিউজ'র এক জ্যেষ্ঠ কর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত অলাভজনক সংবাদমাধ্যমটি গণতন্ত্রপন্থি হিসেবে সুপরিচিত। এর আগে 'জাতীয় নিরাপত্তার' কারণে ধনকুবের জিমি লাইয়ের জনপ্রিয় 'অ্যাপল ডেইলি' ট্যাবলয়েড বন্ধ করে দেওয়া হয়।

হংকং পুলিশের বার্তায় বলা হয়, 'ইউনিফর্ম ও সাদা পোশাকের ২০০ এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।'

তাদের হাতে 'তল্লাশি ও সংবাদের উপকরণ জব্দের ক্ষমতা' ছিল বলেও জানানো হয়েছে।

এ ছাড়াও, গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ না করে পুলিশ জানিয়েছে, 'রাষ্ট্রবিরোধী প্রকাশনার ষড়যন্ত্র' করছিলেন এমন ৩ পুরুষ ও ৩ নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্ট্যান্ড নিউজ'র ডেপুটি অ্যাসাইমেন্ট এডিটর ও হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান রনসন চ্যান গণমাধ্যমকে বলেন, 'পুলিশ আজ ভোরে আমার বাসায় তল্লাশি চালিয়ে কম্পিউটার, আইফোন, আইপ্যাড, প্রেসকার্ড ও ব্যাংকিং রেকর্ড জব্দ করেছে।'

তিনি আরও বলেন, 'স্ট্যান্ড নিউজ সবসময়ই পেশাগতভাবে সংবাদ পরিবেশন করে আসছে।'

প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যান্ড নিউজ'র কার্যালয় আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্টেভেন বাটলার বলেন, 'এই পুলিশি অভিযান হংকংয়ের সীমিত প্রেস ফ্রিডমের ওপর নগ্ন হামলা।'