সীমান্তে মিষ্টির বিনিময় করে বিএসএফ-পাকিস্তানি রেঞ্জার্সের ঈদ শুভেচ্ছা বিনিময়
আত্তারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্টে ভারতের বিএসএফ ও পাকিস্তানের রেঞ্জার্স মিষ্টি বিনিময় করে। ছবি: টুইটার থেকে নেওয়া/এএনআই
ঐতিহ্য বজায় রেখে ঈদুল আজহা উপলক্ষে আত্তারি-ওয়াঘা সীমান্ত চেকপোস্টে মিষ্টি বিনিময় করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পাকিস্তানের রেঞ্জার্স।
আজ রোববার তারা মিষ্টি বিনিময় করেন বলে এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
বিএসএফ কমান্ড্যান্ট জসবীর সিং বলেন, 'ঈদুল আজহা উপলক্ষে বিএসএফ যৌথ চেকপোস্ট (জেসিপি) আত্তারি সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সকে মিষ্টি উপহার দিয়েছে। ২ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী প্রথা। এটি আমাদের ঐতিহ্য, সদিচ্ছা ও শান্তির প্রতীক।'
দ্য ডেইলি স্টারের নয়াদিল্লির সংবাদদাতা জানিয়েছেন, ২ দেশের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও এই ২ সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি বিনিময় করে থাকে।