মে মাসে এশিয়ায় তেলের দাম রেকর্ড মাত্রায় বাড়াতে পারে সৌদি

By স্টার অনলাইন ডেস্ক
30 March 2022, 15:29 PM
UPDATED 30 March 2022, 21:42 PM

শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব আগামী মে মাসে এশিয়ায় অপরিশোধিত তেলের দাম আবারও বাড়িয়ে দিয়ে রেকর্ড উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।  

তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় বিশ্বে তেল সরবরাহ ব্যাহত হওয়ার কারণে এ সিদ্ধান্ত আসতে পারে।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের সমীক্ষা বলছে, তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেকের ডি ফ্যাক্টো নেতা সৌদি আরব মে মাসে এশিয়ায় আরব লাইট ক্রুডের অফিসিয়াল বিক্রয় মূল্য (ওএসপি) ব্যারেল প্রতি গড়ে ৫ মার্কিন ডলার বাড়াতে পারে।

ইউক্রেন সংঘাতে উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বের শীর্ষ অপরিশোধিত ও তেল পণ্যের রপ্তানিকারক রাশিয়ার তেল এড়িয়ে চলছে ক্রেতারা। ফলে এশিয়াসহ বিশ্বে অপরিশোধিত তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

সৌদি অপরিশোধিত তেলের ওএসপি সাধারণত প্রতি মাসের পঞ্চম তারিখে প্রকাশিত হয়। এই দামের ওপর ইরান, ইরাক ও কুয়েতের তেলের দাম নির্ভর করে, যা প্রতিদিন এশিয়ার প্রায় ৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের দামকে প্রভাবিত করে।

সৌদির রাষ্ট্রীয় সংস্থা আরামকো গ্রাহকদের সুপারিশ, উৎপাদন ও দামের উপর ভিত্তি করে এবং আগের মাসে তেলের মূল্যের পরিবর্তন হিসেব করে অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণ করে।