দ. কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ৪ দিন আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে আবারও উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের দিকে একটি 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করেছে।
আজ শনিবার পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে জানিয়েছে এনকে নিউজ।
জেসিএস জানায়, ক্ষেপণাস্ত্রটির ফ্লাইট রেঞ্জ ছিল প্রায় ২৭০ কিলোমিটার এবং এটি প্রায় ৫৬০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায়।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসেস নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের একজন সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডে এনকে নিউজকে বলেন, 'এটা দেখে মনে হচ্ছে যে, উত্তর কোরিয়া একটি উপগ্রহ পরীক্ষার জন্য আরেকটি সাবঅর্বিটাল উৎক্ষেপণ করেছে।'
প্রাথমিকভাবে তিনি এটিকে একটি 'অদ্ভুত' উৎক্ষেপণ হিসেবে বর্ণনা করেছেন।
এটি চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ২০২২ সালের শুরু থেকে নবম ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৪ দিন আগে উত্তর কোরিয়া এই 'ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' পরীক্ষা করেছে।
পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আলোচনার জন্য আজ সকালে জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) বৈঠক ডেকেছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল ব্লু হাউস।
বৈঠক শেষে ব্লু হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, 'তারা উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনা ইয়ংবিয়ন ও পুঙ্গেরিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।'