শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে চুরির অভিযোগে মামলা

By স্টার অনলাইন ডেস্ক
12 July 2022, 13:17 PM

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাসভবনের কর্মীরা এই অভিযোগ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেইলি মিরর বলছে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বিভিন্ন আইটেম এবং সরঞ্জাম চুরি করা হয়েছে বলে কোল্লুপিটিয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবনের মিডিয়া ইউনিটও একই অভিযোগ করেছে। তারা জানিয়েছে, বাসভবন থেকে কিছু সরঞ্জাম চুরি হয়ে গেছে।

কোল্লুপিটিয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বিক্ষোভকারীরা এখনো বাসভবন দখল করে রেখেছে বলে। তাই সেখান থেকে কী কী জিনিস চুরি হয়েছে তা তারা নিশ্চিত করতে পারেনি।

তবে পুলিশ নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেশ কয়েকটি জিনিস চুরি হয়েছে এবং কিছু সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, বিক্ষোভকারীদের দুই গ্রুপের সংঘর্ষের কয়েকজন বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলুপিটিয়া পুলিশ তদন্ত করছে। (দর্শনা সানজিওয়া বালাসুরিয়া)