তালেবানরা জোর করে ক্ষমতা দখল করলে স্বীকৃতি নয়: মার্কিন শান্তিদূত

By স্টার অনলাইন ডেস্ক 
10 August 2021, 15:06 PM

আফগানিস্তানে কোনো গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানবিষয়ক শান্তিদূত জালমাই খালিলজাদ।
বার্তা সংস্থা এপি জানায়, আফগানিস্তানে একের পর এক অঞ্চল তালেবানদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রতিক্রিয়ার আজ মঙ্গলবার এই সর্তকবার্তা দেন তিনি।
খালিলজাদ বর্তমানে কাতারের দোহা সফর করছেন। দোহায় তালেবানের একটি রাজনৈতিক কার্যালয় আছে। খালিলজাদ ও অন্যান্যরা আশাবাদী যে, আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় ফিরতে তালেবান নেতাদের তারা রাজি করাতে পারবেন।
তবে তালেবানরা এখন পর্যন্ত আলোচনার টেবিলে আসতে রাজি হয়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, 'খালিলজাদ তালেবানদের তাদের হামলা বন্ধ এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর জন্যে আলোচনার পরিকল্পনা করেছেন, যা আফগানিস্তানের স্থিতিশীলতা ও পরিস্থিতি উন্নয়নের একমাত্র পথ।'
তালেবানরা এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর পাঁচটি দখলে নিয়েছে। 
তালেবানদের দখলে নেওয়া অঞ্চল থেকে পালিয়ে আসা বেসামরিক নাগরিকরা জানিয়েছেন, তালেবানরা ওইসব এলাকায় স্কুল, হাসপাতাল পুড়িয়ে দিয়েছে ও নারীদের ওপর দমনমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকায় প্রতিশোধমূলক হত্যার খবরও পাওয়া গেছে। ইতিমধ্যেই দক্ষিণ কান্দাহারে এক মুকাভিনয় শিল্পীকে হত্যা, সরকারের গণমাধ্যম প্রধানকে হত্যা ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীকে লক্ষ্য করে বোমা হামলার দায় স্বীকার করেছে তালেবান। ওই বোমা হামলায় মন্ত্রী হতাহত না হলেও মোট আট জন নিহত ও অনেকে আহত হয়েছেন।
এদিকে, তীব্র যুদ্ধের ফলে আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। রেড ক্রসের ইন্টারন্যাশনাল কমিটি জানায়, সংস্থাটির কর্মীরা চলতি মাসে চার হাজারেরও বেশি আফগান নাগরিককে ১৫টি কেন্দ্রে চিকিৎসা দিয়েছে, হেলমান্দ ও কান্দাহারের স্বাস্থ্যকেন্দ্রেও অনেকেই চিকিৎসা নিতে আসছেন।