সাড়ে ৪ ঘণ্টা সর্বোচ্চ চেষ্টার পরও আবেকে বাঁচানো গেল না: চিকিৎসক

By স্টার অনলাইন ডেস্ক
8 July 2022, 10:09 AM
UPDATED 8 July 2022, 16:17 PM

চিকিৎসকদের প্রায় সাড়ে ৪ ঘণ্টা সর্বোচ্চ চেষ্টার পরও জাপানের গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে বাঁচানো যায়নি।

আজ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, এক চিকিৎসক সংবাদ সম্মেলনে বলেছেন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আবেকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা করেছিলেন।

তিনি আরও বলেন, তারা রক্তক্ষরণ বন্ধের অনেক চেষ্টা করেছিলেন। ১০০ ইউনিটের বেশি রক্ত ব্যবহার করে তার 'ব্লাড ট্রান্সফিউশন'র চেষ্টা করা হয়েছিল।

আবের শরীরে ২টি ক্ষত ছিল উল্লেখ তিনি বলেন, ধারণা করা হচ্ছে সেগুলো গুলির ক্ষত ছিল। তবে অস্ত্রোপচার করে চিকিৎসকরা কোনো গুলি পাননি।

প্রতিবেদন চিকিৎসকের নাম উল্লেখ করা হয়নি।