কিমের উপস্থিতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন উত্তর কোরিয়ার

By স্টার অনলাইন ডেস্ক
12 January 2022, 07:04 AM
UPDATED 12 January 2022, 13:10 PM

উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে।

আজ বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়ান হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তা ছিল নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা।

north_korea_missile_0.jpg
ছবি: কেসিএনএ-ইয়োনহাপ

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, 'হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সার্বিক কারিগরি বিষয়গুলো চূড়ান্তভাবে দেখতে পরীক্ষাটি চালানো হয়েছিল।'

গতকাল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো কিছু পূর্ব সাগরে নিক্ষেপ করেছে। যা সর্বোচ্চ ৬০ কিলোমিটার উঁচুতে উঠে ৭০০ কিলোমিটারের বেশি দূরে গিয়েছিল। এটি শব্দের তুলনায় ১০ গুণ বেশি গতি সম্পন্ন ছিল বলেও জানায় দক্ষিণ কোরিয়া।

কিম জং-উনের উপস্থিতিতে পরীক্ষা

গতকাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন উপস্থিত ছিলেন বলে দ্য কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষা চালানোর সময় ক্ষেপণাস্ত্রটি সাগরে ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

কেসিএনএ জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষার পর কিম জং-উন আশা করেন যে ক্ষেপণাস্ত্র গবেষণায় নিয়োজিত কর্মকর্তারা তাদের অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণার কাজ চালিয়ে যাবেন।

উত্তর কোরিয়া গত ৫ জানুয়ারি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ৬ দিন পর গতকাল আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। দেশটির নেতা কিম ক্ষমতা গ্রহণের ১০ বছর উপলক্ষে গত ১ জানুয়ারির বক্তৃতায় পারমাণবিক অস্ত্রের চেয়ে দেশটির অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছিলেন।