ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এলাকা ছাড়ছেন বাসিন্দারা
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সক্রিয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাউন্ট সেমেরুর এ আগ্নেয়গিরির ঘন ছাইয়ে সূর্য আড়ালে পড়ে গেছে। আশেপাশের এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবাইকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে ইতোমধ্যে একটি মনিটরিং বডি আগ্নেয়গিরির ছাই ১৫ হাজার মিটার (৫০ হাজার ফুট) উপরে উঠার বিষয়ে জানিয়ে এয়ারলাইনসকে সতর্ক করে দিয়েছে।
স্থানীয় কর্মকর্তা তরিকুল হক রয়টার্সকে বলেছেন, 'ওই এলাকা থেকে মালাং শহরের কাছের একটি সড়ক ও সেতু বিচ্ছিন্ন হয়ে গেছে।'
সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজে দেখা গেছে, বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তাদের পেছনে মেঘের মতো উড়ছে বিশালাকৃতির ছাই।
.