‘দেশান্তর’ নিয়ে ফিরছেন মৌসুমী

By স্টার অনলাইন রিপোর্ট
22 July 2022, 19:47 PM

মুক্তির অপেক্ষায় আছে মৌসুমী অভিনীত নতুন সিনেমা 'দেশান্তর'। সরকারি অনুদানের সিনেমাটি কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির বিষয় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক আশুতোষ সুজন।

mousumi3.jpg
মৌসুমী। ছবি: স্টার

তিনি বলেন, 'মুক্তির জন্য আমরা সেপ্টেম্বর মাসকে বেছে নিয়েছি। এটি অসাধারণ গল্পের একটি সিনেমা। আশা করছি সবার ভালো লাগবে।

মৌসুমীর বিপরীতে এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। মৌসুমীকে দেখা যাবে অন্নপূর্না চরিত্রে। মূলত একজন নারীর সাহস, সংগ্রামের কথা উঠে আসবে এই সিনেমায়। তার সঙ্গে থাকবে দেশপ্রেমের গল্প।

moushumi.jpg
মৌসুমী। ছবি: স্টার

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, ইয়াশ রোহান, রোদেলা প্রমুখ।

এ ছাড়াও, মৌসুমী ভাঙন, সোনার চরসহ কিছু সিনেমার শুটিং শেষ করেছেন।