যৌন নিপীড়ন: চবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মানববন্ধন

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
21 July 2022, 06:17 AM

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে র‌্যালি ও মানববন্ধন করছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ক্লাস বর্জন করে প্রথমে তারা বিভাগের সামনে অবস্থান নেন। পরবর্তীতে র‌্যালি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যান তারা। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে যৌন নিপীড়নের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি করেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী তাসলিমা খানম ফারহা বলেন, '৫ দিন আগে ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এ ঘটনা যে কারো সঙ্গে ঘটতে পারে। প্রশাসন দোষীদের বিচার না করে মেয়েদের উপরই হলে ঢোকার নিয়ম চাপিয়ে দিচ্ছে। যা কাম্য নয়।'

শিক্ষার্থীরা পরবর্তীতে র‌্যালিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে মানববন্ধন করেন। একই স্থানে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে আরেকদল শিক্ষার্থী একই দাবিতে মানববন্ধন করেন।

গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোটানিক্যাল গার্ডেনে চবির ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন ৫ যুবক।