নিউমার্কেট থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করলেন ৭ কলেজ শিক্ষার্থীরা

By স্টার অনলাইন রিপোর্ট
28 January 2025, 11:40 AM
UPDATED 28 January 2025, 20:12 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস অবরোধ ও নিউমার্কেট থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীদের প্রতিনিধিরা এ ঘোষণা দেন।

বৈঠকে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'সরকার আমাদের ছয় দফা দাবির প্রতি আন্তরিক। যেসব দাবি অবিলম্বে পূরণ করা সম্ভব ছিল তা ইতোমধ্যে পূরণ করা হয়েছে।'
'আমরা সাত কলেজের আশেপাশের এলাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধের এবং নিউমার্কেট থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছিলাম। আমরা এখন সেই কর্মসূচি প্রত্যাহার করছি,' বলেন তিনি।

গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচির ঘোষণা দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তারা বলেছিলেন, 'আমরা ছয় দফা দাবি উপস্থাপন করেছিলাম। একটি দাবি ছিল অধিভুক্তি বাতিল করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছেন জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু এখনো আমাদের পাঁচটি দাবি বাকি আছে। সেগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষ থেকে অনুসরণ করা হয়নি।'