ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইআইইউসি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ১০

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
16 July 2024, 08:11 AM

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় সড়ক অবরোধকারী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় আন্দোলনরত অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে আইআইইউসি মেডিকেল সেন্টার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইআইইউসি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. কাউসার রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামলায় আহত ১০ জন শিক্ষার্থী আমাদের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।'

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে ৪০-৫০ জন বহিরাগত লোক গাড়ি নিয়ে এসে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় ১৫-২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থীরা জানান, এ হামলার পরে সড়কে অবস্থানকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বহিরাগতরা 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে গাড়ি নিয়ে চলে যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেছেন। এখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।'