বাংলাদেশে নারী ক্রীড়াবিদরা কবে নিরাপদ পরিবেশ পাবেন?
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাম্প্রতিক যৌন হয়রানির অভিযোগ দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা নানান সময়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন, হচ্ছেন, তবুও অনেকে মুখ খুলতে দ্বিধা বোধ করেন—এর প্রধান কারণ হলো একটি সুরক্ষিত ও সহায়ক পরিবেশের অভাব।
খেলাধুলায় নারীদের জন্য প্রকৃত সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বিশেষজ্ঞরা নিম্নলিখিত বিষয়গুলির উপর জোর দিয়েছেন:
• শক্তিশালী এবং কার্যকর নীতির প্রয়োগ,
• ক্রীড়া প্রশাসনে বৃহত্তর জবাবদিহিতা,
• এবং ক্রীড়া ফেডারেশনগুলির গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি।
যদিও বাংলাদেশের হাইকোর্ট কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের জন্য সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছে, তবে খেলাধুলার ইকো-সিস্টেমের মধ্যে এই নীতিগুলি প্রায়শই কার্যকরভাবে প্রয়োগ করা হয় না। যদি অবহেলা ও নীরবতা অব্যাহত থাকে, তবে বাংলাদেশের নারীদের খেলাধুলোর ভবিষ্যতের জন্য এর পরিণতি ক্রমশ উদ্বেগজনক হতে পারে।
দ্য ডেইলি স্টারের স্পোর্টস পডকাস্ট 'পিচ পারফেক্ট'-এর এবারের পর্বে, নারীদের জন্য আরও নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীতা নিয়ে আলোচনা করেছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক বিজয়ী ও সাবেক জাতীয় শুটার সাবরিনা সুলতানা।