কোন কোন ইস্যুতে বিএনপি, এনসিপি ও জামায়াতের বিরোধ?

By স্টার এক্সপ্লেইন্স
3 June 2025, 18:33 PM

সংস্কার নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা। এবার কি ঐকমত্যে পৌঁছাতে পারবে সবগুলো দল? রাজনৈতিক সংকট কি দূর হবে?

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নির্বাচনসহ নানা ইস্যুতে দলগুলো তাদের অবস্থানের জানিয়েছে। নির্বাচন নিয়ে বিএনপি, এনসিপি, ইসলামী এবং বাম দলগুলো তাদের মতো করে কঠোর অবস্থান নিয়েছে। সংস্কার নিয়ে একেক দলের একেক বিষয়ে একেক বক্তব্য আছে।

এই সংস্কারের ওপরই নির্ভর করছে নির্বাচন কবে হবে—তাও মুহাম্মদ ইউনূস কয়েকবার বলেছেন। সংস্কারে মূল মতভেদের বিষয়গুলো কী? কেন দলগুলো এক মত হতে পারছে না? আজকের স্টার এক্সপ্লেইন্সে খুঁজব এই প্রশ্নগুলোর উত্তর।