জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দ্য ডেইলি স্টারের সপ্তাহব্যাপী প্রদর্শনী

By স্টার স্পেশাল
3 December 2024, 15:47 PM

রক্ত, অশ্রু, দীর্ঘশ্বাস এবং অতঃপর দ্রোহের চিৎকারের মিশেলে লেখা এক অভূতপূর্ব অধ্যায়—জুলাই গণঅভ্যুত্থান।

প্রলম্বিত জুলাইয়ের সেইসব রক্তাক্ত দিনের স্মৃতি আর সংগ্রামের চেতনা জাগিয়ে রাখতে, দ্য ডেইলি স্টার আয়োজন করেছে বিশেষ প্রদর্শনী—'36 ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস'।

জুলাই গণঅভ্যুত্থানের ১০০ দিন পূর্তিতে আয়োজিত হয়েছে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র, সংবাদ ও তথ্যচিত্র প্রদর্শনী।