বাংলাদেশের পর স্পিন বিভাগে শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজও
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের পর বাংলাদেশের স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। পরদিন ওয়েস্ট ইন্ডিজও স্পিন আক্রমণের শক্তি বৃদ্ধি করল। বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে দলে ডাকল তারা।
যদিও বাধ্য হয়েই ওয়ানডে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে সফরকারীদের। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।
তাদের শূন্যস্থান পূরণে নেওয়া হয়েছে আকিল ও বাঁহাতি পেসার র্যামন সিমন্ডসকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ৩২ বছর বয়সী আকিল ও ২৪ বছর বয়সী সিমন্ডস অবশ্য আগে থেকেই ছিলেন টি-টোয়েন্টি স্কোয়াডে।
দুই পেসারের জায়গায় ক্যারিবিয়ানদের এক পেসার ও এক স্পিনার নেওয়ার কারণটি সহজেই অনুমেয়। চলমান ওয়ানডে সিরিজের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বোলিং স্বর্গে প্রথম ম্যাচে দেখা গেছে স্পিনারদের রাজত্ব। গত শনিবার বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন ৩৫ রানে ৬ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
পিঠের নিচের অংশের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে বাংলাদেশ সফর তো শেষ হয়েছেই, সামনে নিউজিল্যান্ড সফরেও যেতে পারবেন না বাঁহাতি পেসার ব্লেডস। পুনবার্সন প্রক্রিয়ার জন্য দেশে ফিরে যেতে হবে তাকে।
কিছুদিন আগে চোট থেকে সেরে ওঠা ডানহাতি পেসার শামারের চোট ততটা গুরুতর নয়। গত শুক্রবার অনুশীলনের সময় তিনি কাঁধে অস্বস্তি অনুভব করেছিলেন। তবে স্ক্যান করানোর পর সতর্কতা হিসেবে তাকে ইংল্যান্ডে গিয়ে কোনো বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সেদিন লো স্কোরিং ম্যাচে তাদের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়ায় ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ আগামীকাল মঙ্গলবার ও সিরিজের শেষ ম্যাচ আগামী বৃহস্পতিবার।