হঠাৎ ক্যাম্প ন্যুতে মেসি, শোনালেন ফেরার আশা
হঠাৎ করেই লিওনেল মেসি উড়ে গেলেন বার্সেলোনায়। সাবেক ক্লাবের মাঠ ক্যাম্প ন্যুতে গিয়ে তিনি হয়ে পড়লেন আবেগতাড়িত। আর তা হবেন না-ই বা কেন! কাতালানদের ডেরা ছাড়ার পর এবারই প্রথম চেনা আঙিনায় পা রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে আশা প্রকাশ করলেন খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে ঐতিহাসিক মাঠটিতে আবার খেলার।
দুই দশকের বেশি সময় বার্সায় কাটানো মেসি চার বছরের বেশি সময় পর ফেরেন পুরনো ঠিকানায়। তিনি স্পেনে উড়ে যান মূলত আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য। পাশাপাশি ঘুরেফিরে দেখেন ক্যাম্প ন্যুর চারপাশ, যেখানে জমা তার বহু স্মৃতি।
এর আগে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ইতিহাসে প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে ওঠান মেসি। ন্যাশভিলের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি।
গতকাল রোববার সকালে ম্যাচ খেলে রাতে ক্যাম্প ন্যুতে যাওয়া ৩৮ বছর বয়সী মেসি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লিখেছেন, 'আমি গত রাতে ফিরে গিয়েছিলাম একটি জায়গায়, যেটাকে আমি হৃদয়ের গভীর থেকে মিস করি। ওটা এমন একটা জায়গা, যেখানে আমি অপরিসীম খুশি ছিলাম এবং যেখানে আপনারা আমাকে হাজারবার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের অনুভূতি দিয়েছিলেন।'
রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী অভিজ্ঞ ফরোয়ার্ড যোগ করেছেন, 'আমি আশা করি, একদিন আবার এখানে ফিরতে পারব। সেটা শুধু বিদায় জানাতে নয়। কারণ একজন খেলোয়াড় হিসেবে আমি কখনও সেই সুযোগ পাইনি।'
বার্সেলোনার আর্থিক সংকটের কারণে ২০২১ সালে বাধ্য হয়েই মেসিকে স্প্যানিশ ক্লাবটি ছাড়তে হয়। তখন করোনাভাইরাস মহামারীর চলতে থাকায় বিধিনিষেধের কারণে ভক্তদেরকে আনুষ্ঠানিক বিদায় জানাতে পারেননি তিনি।
দুই বছর ধরে ক্যাম্প ন্যু ছেড়ে অন্য মাঠে নিজেদের হোম ম্যাচগুলো খেলছে বার্সা। কারণ বর্তমানে তা পুনর্নির্মাণের আওতায় রয়েছে। আসন্ন আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২২ নভেম্বর অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে স্টেডিয়ামটিতে ফিরতে পারে কাতালানরা।
গত শুক্রবার অবশ্য দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ক্যাম্প ন্যু। বার্সেলোনার অনুশীলন সেশন দেখার জন্য সেদিন প্রায় ২৩ হাজার মানুষ হাজির হন।