নিলামে বিপুল খরচ করা মোস্তাফিজদের কলকাতায় আছেন যারা

By স্পোর্টস ডেস্ক
17 December 2025, 04:51 AM
UPDATED 17 December 2025, 10:54 AM

মিনি নিলাম থেকে তিনজন ক্রিকেটার কিনতেই কলকাতা নাইট রাইডার্সের খরচ ৫২ কোটি ৪০ লাখ টাকা। নিলামে সর্বোচ্চ মূল্য পাওয়া পাঁচ ক্রিকেটারের তিনজনই কলকাতার। এবারের নিলামে বেশ কিছু অপূরণীয় জায়গায় পূরণ করে নতুন আদলের দল করতে চেয়েছিল কলকাতা, মোটা অঙ্ক খরচ করে সেই কাজ করতে পেরেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রেকর্ড পারিশ্রমিকে শুরুতেই নিয়ে ঝড় তুলে তারা। আইপিএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপি পান গ্রিন। এর আগের রেকর্ডটিও কলকাতারই গড়া ছিলো। মিচেল স্টার্ককে তারা ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে তাক লাগিয়ে দিয়েছিলো। নিলামে সর্বোচ্চ মূল্যের রেকর্ডের দিকে একটা ঝোঁক আছে দলটির বোঝা যায়।

শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে কিনতে ১৮ কোটি খরচ করেছে তারা। সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো এই পেসার তার বরাবরের দল চেন্নাই সুপার কিংসে ঠাঁই পাননি। সেদিক থেকে পাথিরানার পেছনে এত তীব্র তাড়না নিয়ে ছোটা বেশ বিস্ময়কর। কলকাতা এবার আন্দ্রে রাসেলকে ছেড়ে দেওয়ায় বেশ কিছু অর্থ খরচের সুযোগ আগেই তৈরি করে নিয়েছিলো। রাসেল খেলা ছেড়ে দলটিতে থেকে করাবেন কোচিং।

ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচীন রবীন্দ্র, আকাশ দীপদের মতন কার্যকর ক্রিকেটারদের ভিত্তিমূল্যেই পেয়ে গেছে কলকাতা। দলটির পেস আক্রমণে বাঁহাতি পেসারের ঘাটতি ছিলো, সেজন্য মোস্তাফিজের পিছে শক্তভাবে ছুটেছে তারা। চেন্নাইর বিপক্ষে লড়ে জিতে শেষ পর্যন্তও সফলও হয় কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

নিলামে বিপুল দাম পাওয়ায় মোস্তাফিজের ভেতরের আনন্দটা বোঝার উপায় নেই। অন্তর্মুখী স্বভাবের মোস্তাফিজ কেকেআরে যুক্ত হয়ে ভিডিও বার্তায় ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছেন, 'আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। দেখা হবে শিগগিরই।'

কলকাতা নাইট রাইডার্স

নিলাম থেকে: মোস্তাফিজুর রহমান (৯ কোটি ২০ লাখ), ক্যামেরন গ্রিন (২৫ কোটি ২০ লাখ), মাথিশা পাথিরানা (১৮ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), তেজাসভি দাহিয়া (৩ কোটি), কার্তিক তিয়াগি (৩০ লাখ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লাখ), রাহুল ত্রিপাঠি (৭৫ লাখ), টিম সেইফার্ট (১ কোটি ৫০ লাখ), সার্থক রঞ্জন (৩০ লাখ), দাকশ কামরা (৩০ লাখ), রাচিন রবীন্দ্র (২ কোটি), আকাশ দীপ (১ কোটি)

আগের ধরে রাখা: রিঙ্কু সিং (১৩ কোটি), বরুন চক্রবর্তি (১২ কোটি), সুনিল নারাইন (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রামানদিপ সিং (৪ কোটি), আঙ্করিশ রাঘুভানশি (৩ কোটি), বৈভাব আরোরা (১ কোটি ৮০ লাখ), রভম্যান পাওয়েল (১ কোটি ৫০ লাখ), আজিঙ্কা রাহানে (১ কোটি ৫০ লাখ), উমরান মালিক (৭৫ লাখ), মানিশ পান্ডে (৭৫ লাখ), অনুকুল রায় (৪০ লাখ)।