বিপিএলে ব্যাংক গ্যারান্টির সময়সীমা বাড়ল ১৮ নভেম্বর পর্যন্ত

By স্পোর্টস ডেস্ক
14 November 2025, 04:24 AM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়েছে। বৃহস্পতিবার একাধিক ফ্র্যাঞ্চাইজি অতিরিক্ত সময় চাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি জানান, 'কয়েকটি দল সময় বাড়ানোর অনুরোধ করেছিল। ব্যাংকে জামানত যাচাই ও চার্জ ডকুমেন্ট তৈরি করতে সময় লাগে, তাই আমরা ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছি।'

নভেম্বর ৬ তারিখে পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করার পর নির্দেশনা দেওয়া হয়েছিল, পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে ব্যাংক গ্যারান্টি। সেই সময়সীমা শেষ হওয়ার দিনই আসে নতুন সিদ্ধান্ত।

যদিও কতটি ফ্র্যাঞ্চাইজি সময় বাড়ানোর আবেদন করেছে তা জানাননি আমজাদ হোসেন, তবে স্পষ্ট করে দিয়েছেন সতর্কবার্তা, নতুন সময়সীমার মধ্যেও যে দল ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হবে, তাদের ২ কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি বাজেয়াপ্ত হবে।

এদিকে, বিপিএল গভর্নিং কাউন্সিল আগেই নিশ্চিত করেছে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। পাঁচ দল নিয়ে শুরু হতে যাওয়া বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর। অংশগ্রহণকারী দলগুলো হলো -ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।

প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ১১ জন দেশি এবং ন্যূনতম দুই জন বিদেশি খেলোয়াড় দলে নিতে হবে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্যাটাগরি 'এ' বা 'বি' থেকে সর্বোচ্চ দুইজন দেশি খেলোয়াড় সরাসরি চুক্তিবদ্ধ করতে পারবে।

স্থানীয় খেলোয়াড়দের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৪.৫ কোটি টাকা (দুই সরাসরি চুক্তি ছাড়া), আর বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৫০,০০০ মার্কিন ডলার (সরাসরি চুক্তিসহ)।