এক টেস্টের ফাইনালে শিরোপা নির্ধারণে হতাশ কোহলি

By স্পোর্টস ডেস্ক
24 June 2021, 07:38 AM
UPDATED 24 June 2021, 13:42 PM

লম্বা পথ পাড়িয়ে দিয়ে ফাইনালে এসে মাত্র এক টেস্টেই শিরোপার ফয়সালা হওয়া একদম মানতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার মতে সত্যিকারের সামর্থ্যের প্রমাণ পেতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়া উচিত অন্তত তিন ম্যাচের।

বুধবার সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।

বৃষ্টি বাগড়ায় পড়া ফাইনালটি গড়িয়েছে ছয়দিনে। দুদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও খেলা হয়েছে চারদিন।  তাতেও দারুণ পেস বোলিং, ব্যাটিং দৃঢ়তা আর মনোবলের পরীক্ষা হয়েছে চূড়ান্ত।  তবে কেবল এক ম্যাচ হওয়ায় আক্ষেপ থেকে গেছে অনেকের।
আরও পড়ুন- রোমাঞ্চকর জয়ে টেস্টের বিশ্বসেরা নিউজিল্যান্ড

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বললেন, গত দুই বছর ধরে অনেকগুলো কঠিন পরীক্ষা পার করে এসে কেবল এক ম্যাচের ফল দিয়ে সব বিচার করা অনুচিত,  ‘দেখুন, এক ম্যাচে টেস্ট সেরা দলের সিদ্ধান্ত আসার পক্ষে আমি না। যদি এটা টেস্ট সিরিজ হতো, সত্যি কথা বলতে তিন ম্যাচের টেস্ট সিরিজ হলেই সব কিছুর পরীক্ষা হতে পারত। দেখা যেত কোন দল ফিরে এসে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে। দুদিনের চাপের পর একটা টেস্ট দল ভালো নয়, এই কথা  আমি বিশ্বাস করি না।’

তার মতে অন্তত তিন ম্যাচের ফাইনাল হলে সব মিলিয়েই সামর্থ্যের প্রমাণ দিতে পারত সেরা দুই দল। খেলা হতো জম্পেশ,  ‘আমি মনে করি এটা তিন ম্যাচের হওয়া উচিত। আপনি কেন চাইবেন না আরও দুটি টেস্টে দুই দলের লড়াই হোক। তারপর শিরোপা নির্ধারিত হোক। দেখবেন যতগুলো অসাধারণ সিরিজ হয়েছে। তা তিন বা পাঁচ ম্যাচের ছিল।’

বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বলেন, তারা হেরে যাওয়াতেই নয় টেস্টের বৃহত্তর স্বার্থে ফাইনাল তিন ম্যাচের করার পক্ষে অবস্থান তাদের,  ‘আমার মনে হয় এটা অবশ্যই চালু করা উচিত। হেরে গেছি বলে এসব বলছি ব্যাপারটা এমন না। আমার কথা টেস্টের বৃহত্তর স্বার্থে। লড়াই অন্তত তিন ম্যাচের হওয়া উচিত। এটা হলে উঠা নামা থাকবে, লড়াই হবে। সত্যিকারের সেরা দুটি দল নিজেদের উজাড় করে দিয়ে সামর্থ্য দেখাতে পারবে।’