আগ্রাসী খেলার সামর্থ্যে টি-টোয়েন্টি দলে শামীম

By ক্রীড়া প্রতিবেদক
23 June 2021, 13:46 PM
UPDATED 23 June 2021, 19:55 PM

যুব বিশ্বকাপে পারফর্ম করে আলোয় এসেছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তবে এই অলরাউন্ডারে পরের ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন বেশি। শেষ দিকে নেমে আগ্রাসী ব্যাটিং, কার্যকর অফ স্পিন আর দুর্দান্ত ফিল্ডিং বিবেচনায় তাকে নেওয়া হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আশা তার অন্তর্ভুক্তিতে উপকৃত হবে দল।

বুধবার ঘোষণা করা হয় জিম্বাবুয়ে সফরের দল। ১৬ জনের টি-টোয়েন্টি দলে তাতে ঠাঁই হয় ২১ বছরের তরুণের।  এবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৪৯.৫৮ স্টাইকরেটে ১৪ ম্যাচে  এখন পর্যন্ত ১৮১ রান করেছেন শামীম।  নির্বাচকদের তিনি মন কেড়েছেন লেট অর্ডারে কার্যকর ব্যাটিং দিয়ে।

দল ঘোষণার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক গণমাধ্যমকে দেন শামীমকে নেওয়ার ব্যাখ্যা, ‘শামীম অনূর্ধ্ব-১৯ দল শেষ করে আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে যোগ দিয়েছিল। তখন আয়ারল্যান্ড-এ এসেছিল এখানে। সেখান থেকেই ওকে পর্যবেক্ষণ রাখা হয়েছে। আয়ারল্যান্ড-এ দলের বিপক্ষে ও যথেষ্ট ভালো খেলেছে।’

‘এখানে আমাদের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের যে খেলাগুলো হয়েছে সেখানেও ও যথেষ্ট ভালো খেলেছে। ওর যে স্কিল আছে সংক্ষিপ্ত সংস্করণের জন্য আশা করি, এতে আমরা যথেষ্ট উপকৃত হব।’ 

জিম্বাবুয়ে সফরে হারারেতে  ২৩,  ২৫ ও ২৭ জুলাই সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।