ক্যান্সারে মারা গেলেন অডিও অ্যালবাম প্রচ্ছদশিল্পী বৃহান

By স্টার অনলাইন রিপোর্ট
13 June 2021, 06:36 AM
UPDATED 13 June 2021, 12:40 PM

অডিও অ্যালবামের প্রচ্ছদশিল্পী ও সংগীতশিল্পী বোরহান আহমেদ বৃহান (৪৮) মারা গেছেন।

এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি।

আজ রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকায় আদাবরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বৃহানের ছোট বোন নীলা বলেন, ‘আজ বাদ জোহর ঢাকায় আদাবরের নিজ বাসায় প্রথম জানাজা শেষের তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে তাকে।’

বোরহান আহমেদ বৃহান প্রচ্ছদ ডিজাইনার হিসেবে পরিচিতি পেলেও ২০১০ সালে তার প্রথম একক অ্যালবাম ‘ফেসবুক প্রেম’ প্রকাশ পায়। পরে নিজের বেশ কয়েকটি একক ও মিশ্র অ্যালবামে গান করেন তিনি।

কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার ‘মেঘ থমথম করে’ গানটি কাভার করে প্রশংসিত হয়েছিলেন বৃহান। জনপ্রিয় অনেক শিল্পীর অডিও অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন করেছেন এই শিল্পী।