মৃত্যুর খবর গুজব, বেঁচে আছেন ‘ইত্যাদি’র নাতি

By স্টার অনলাইন রিপোর্ট
12 June 2021, 11:53 AM
UPDATED 12 June 2021, 17:57 PM

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নাতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া শওকত আলী তালুকদার বেঁচে আছেন। গতকাল শুক্রবার রাত থেকে এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর সেই গুজব অনেকেই পোস্ট করেছেন। সেখানে অনেকেই লিখেছেন, ইত্যাদির নাতি চরিত্রে অভিনয় করা নিপু মারা গেছেন। প্রসঙ্গত, শওকত আলী তালুকদারের ডাকনাম নিপু।

শওকত আলী তালুকদার নিপু আজ শনিবার বিকালে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত দু’দিনে আমি কমপক্ষে তিনশ ফোন কল পেয়েছি। সবাই আমাকে ফোন করে জানতে চাচ্ছে বেঁচে আছি  কি না। আমার কাছে বিষয়টি  খারাপ লেগেছে! এভাবে একজন জীবিত মানুষকে মেরে ফেলে লাভ কী বুঝলাম না।’

এ ছাড়া, আজ এক ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তায় তিনি বলেছে  ‘দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাইয়ের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি। ’