কুষ্টিয়ায় পুলিশ পাহারায় করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

By নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া
22 May 2021, 14:55 PM
UPDATED 22 May 2021, 21:01 PM

কুষ্টিয়ায় পুলিশ পাহারায় করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ শনিবার এক হাজার ৫১৩ জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শনিবার সকাল ৯টা থেকে কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়সহ জেলা শহরের দুটি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়। সকাল ৮টার দিকে টিকাদান কেন্দ্রে ব্যাপক ভিড় দেখা যায়। সাড়ে ৯টার দিকে পুলিশ আসলে কেন্দ্র অনেকটাই ফাঁকা হয়ে যায়।' 

সন্ধ্যা ৬টা পর্যন্ত সব মিলিয়ে জেলায় এক হাজার ৫১৩ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন জানান, ২০ হাজার ৯২২ জন প্রথম ডোজ নিয়ে এখনও দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার অপেক্ষায় আছেন। রবিবার ৪৯০ জনকে টিকা দেওয়া হবে।

তিনি বলেন, 'চাহিদার বিপরীতে টিকার পরিমাণ কম হওয়ায় বিশৃঙ্খলার আশঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এসএমএস পাননি এমন মানুষও এসেছিলেন টিকা পাবেন কিনা জানতে।'

তিনি জানান, রবিবার কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়া হবে। বাকী ১৯০টি দেয়া হবে মিরপুর ও দৌলতপুর উপজেলায়। ওই কেন্দ্রগুলোতেও পুলিশ থাকবে।

ডা. আনোয়ারুল বলেন, 'আরও টিকা সংগ্রহের চেষ্টা চলছে।'

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬৭ হাজার ৪৮৬ জন। ২৪ এপ্রিল টিকার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হয়। এরপর ৪৫ হাজার ৫১ জনকে দ্বিতীয় ডোজ দেওয়ার পর টিকা শেষ হয়ে যায়। ১১ মে থেকে টিকাদান আপাতত স্থগিত রাখার ঘোষণার নোটিশ দেয়া হয়।