জরুরিভিত্তিতে যুক্তরাজ্যের কাছে ১.৬ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা চেয়েছে বাংলাদেশ

By ইউএনবি, ঢাকা
22 May 2021, 06:08 AM
UPDATED 22 May 2021, 12:10 PM

বাংলাদেশ জরুরি ব্যবহারের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পরে যুক্তরাজ্যের কাছে করোনাভাইরাসের টিকা সরবরাহের অনুরোধ জানিয়েছে।

গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমি খুব বেশি চাইছি না, তাদের কাছে মাত্র এক দশমিক ছয় মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা ডোজ চাইছি...। তাদের উচিত দ্রুত বাংলাদেশে এই ডোজগুলো দেওয়া, যাতে মানুষ তাদের দ্বিতীয় ডোজটি নিতে পারে।’

যুক্তরাজ্য সরকারকে আরও আন্তরিক হওয়ার বার্তা দিয়ে ড. মোমেন বলেছেন, ‘তাদের কমনওয়েলথ সদস্য দেশগুলোকে সহায়তা করা উচিত।’

তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের ভালো বন্ধু এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে অনেক বাংলাদেশি অবদান রাখছেন। ‘... তাই যুক্তরাজ্যের এগিয়ে আসা উচিত।’

আইটিভি নিউজকে সাক্ষাৎকার দিতে গিয়ে ড. মোমেন বাংলাদেশের ভ্যাকসিন পরিস্থিতিকে একটি ‘সঙ্কট’ হিসেবে বর্ণনা করে টিকা সংগ্রহের বিষয়ে বলেছেন, ‘আমরা মরিয়া।’