সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবে সরকার

By স্টার অনলাইন রিপোর্ট
19 May 2021, 09:04 AM
UPDATED 19 May 2021, 15:41 PM

চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কিনবে সরকার। আজ বুধবার অর্থনৈতিক বিষয়ক কমিটিতে এর অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আখতার।

তিনি বলেন, ‘চীন থেকে যে পাঁচ লাখ ডোজ উপহার হিসেবে পাওয়া গেছে, তার বাইরে আরও ডোজ ভ্যাকসিন কিনবে সরকার।’

এর আগে, চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন গত ১২ মে বাংলাদেশে এসে পৌঁছায়।

আরও পড়ুন:

চীনের ৫ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায়