চীন থেকে ৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে ১০ মে: স্বাস্থ্যমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
3 May 2021, 07:55 AM
UPDATED 3 May 2021, 13:58 PM

চীন থেকে ৫ লাখ ডোজ ভ্যাকসিন আগামী ১০ মে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনগুলো নিজেদের জাহাজে আনা হবে।’

আগামী ঈদুল ফিতর পর্যন্ত লকডাউন রাখার বিষয়ে তার মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই সময়ের মধ্যে কোনো আন্তঃজেলা গণপরিবহন চলবে না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, যেসব দোকানদার ও ক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।