ভারতে কোভিড-১৯ সুনামি: কতটা নিরাপদ বাংলাদেশ?

By সরাসরি স্টার নিউজরুম থেকে
30 April 2021, 17:37 PM
UPDATED 30 April 2021, 23:41 PM

প্রতিবেশী ভারতে প্রতিদিনই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে। মৃত্যুর সংখ্যাও কম নয়। এরই মধ্যে প্রাণ হারিয়েছে দুই লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউকে ভারতে সুনামির সঙ্গে তুলনা করা হচ্ছে। হাসপাতালে জায়গা না পেয়ে হাসপাতালের মাঠে, এমনকি রাস্তায় শুধুমাত্র স্ট্রেচারের ওপরেও প্রাণে বাঁচার লড়াই করছেন অনেকে।

ভারতের এই অবস্থা কেমন করে হলো? মোদির পলিসি কি ব্যর্থ হয়েছে? প্রতিবেশী দেশের এই ভয়ংকর অবস্থা থেকে বাংলাদেশ কি কিছু শিখছে?

Straight From Star Newsroom-এ আজ জানব এইসব প্রশ্নের উত্তর।