কোভিড-১৯ ভ্যাকসিন সবাই পাবে তো?

By সরাসরি স্টার নিউজরুম থেকে
27 April 2021, 15:26 PM
UPDATED 27 April 2021, 21:29 PM

কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ করেছে সরকার। সরকারি হিসেবে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৫৮ লাখ মানুষ। হঠাৎ করেই ভ্যাকসিন কার্যক্রম হোঁচট খেলো কেন? ভারত থেকে ভ্যাকসিন আমদানির ব্যর্থতাই কি এজন্য দায়ী? যা মজুদ আছে তা দিয়ে যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের সবাইকে কি দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম-এ আজ জানবো এইসব প্রশ্নের উত্তর। আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।