‘আগামী মাস থেকে স্পুতনিকের ৪০ লাখ ডোজ টিকা আসতে পারে’

By স্টার অনলাইন রিপোর্ট
27 April 2021, 08:36 AM
UPDATED 27 April 2021, 14:53 PM

বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্যে সদ্য অনুমোদন পাওয়া রাশিয়ান ‘স্পুতনিক-ভি’ ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ আগামী মাস থেকে দেশে আসা শুরু হতে পারে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেন, চীনের সিনোফার্মের ভ্যাকসিনের অনুমোদনও শিগগিরই দেওয়া হবে।

এর আগে, আজই দেশে এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। অনুমোদন বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, এই অনুমোদন পাওয়ায় দেশে রাশিয়ার ভ্যাকসিন আমদানি ও ব্যবহারে আর কোনো ধরনের বাধা থাকল না।

এ নিয়ে বাংলাদেশে ব্যবহারের জন্যে অনুমোদন পেল দুইটি ভ্যাকসিন। এর আগে দেশে ব্যবহারের অনুমোদন পায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

আরও পড়ুন:

দেশে রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ ভ্যাকসিন অনুমোদন