সেমিফাইনাল ও ফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে কী হবে

By স্পোর্টস ডেস্ক
9 July 2019, 15:12 PM
UPDATED 9 July 2019, 21:32 PM

'বৃষ্টি'- এবারের বিশ্বকাপ নিয়ে আলোচনার অন্যতম বিষয়বস্তু। বৃষ্টির কারণেও আসরটিকে মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। কারণ একটি-দুটি নয়, লিগ পর্বে চার-চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে ছিল বৃষ্টির হানা। বৃষ্টির ছোবল থেকে রক্ষা পেল না ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটিও। মঙ্গলবার (৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে কিউইদের ইনিংসের ৪৭তম ওভার চলাকালে বন্ধ হয়ে গেছে খেলা।

বিশ্বকাপের লিগ পর্বে ছিল না রিজার্ভ ডে। মূলত লম্বা সূচি ও সম্প্রচার নীতিমালার কারণে। তাই খেলা মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করেছিল দলগুলো। সেমিফাইনাল ও ফাইনালে অবশ্য রিজার্ভ ডের (ম্যাচের সূচির পরদিন) ব্যবস্থা রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে যা ঘটবে:

প্রথমত, বৃষ্টিতে কোনো ম্যাচ নির্দিষ্ট দিনে শেষ না করা গেলে বা মাঠে না গড়ালে রিজার্ভ ডেতে খেলা হবে। ঠিক যেখানে ম্যাচ শেষ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু হবে। তবে রিজার্ভ ডেতেও যদি খেলা না হয় অর্থাৎ ম্যাচ পণ্ড হয়ে যায়, তাহলে কী হবে?

সেক্ষেত্রে লিগ পর্বে যে দল পয়েন্ট তালিকার উপরে ছিল, তারা পাবে ফাইনালের পরম আকাঙ্ক্ষিত টিকিট। এই হিসাব অনুসারে, ভারত-নিউজিল্যান্ড লড়াই বৃষ্টিতে ভেসে গেলে কপাল পুড়বে কিউইদের। একই কথা খাটে স্বাগতিক ইংল্যান্ডের ক্ষেত্রেও।

কারণ, ভারত ও অস্ট্রেলিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে লিগ পর্ব শেষ করেছিল। স্বাগতিক ইংল্যান্ড পেয়েছিল তৃতীয় স্থান। রান রেটে এগিয়ে থাকায় চতুর্থ হয়ে সেমিতে উঠেছিল নিউজিল্যান্ড।

ফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে যা ঘটবে:

ফাইনাল ম্যাচের জন্য একই নিয়ম। নির্ধারিত সূচির দিনে শেষ না হলে রিজার্ভ ডেতে বাকি অংশ অনুষ্ঠিত হবে। তবে ফাইনালও যদি পরিত্যক্ত হয়, তবে লিগ পর্বের র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে না।

বরং রাখা হয়েছে শিরোপা ভাগাভগি করার ব্যবস্থা। অর্থাৎ, এমন কিছু ঘটলে এবার প্রথমবারের মতো বিশ্বকাপে যৌথ চ্যাম্পিয়নের দেখা মিলবে। বৃষ্টি কি সেই ইতিহাসই গড়ে দিতে চাইছে?