নিউজিল্যান্ডকে টানছেন উইলিয়ামসন

By স্পোর্টস ডেস্ক
9 July 2019, 11:34 AM
UPDATED 9 July 2019, 18:08 PM

ভারতীয় পেসারদের তোপে শুরুতেই উইকেট হারানো নিউজিল্যান্ডের ইনিংস টেনে নিচ্ছেন কেন উইলিয়ামসন। ফর্মে থাকা কিউই দলনেতা তুলে নিয়েছেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি (সেঞ্চুরি দুটি)।

মঙ্গলবার (৯ জুলাই) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময়, তাদের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেটে ১১৩ রান। অধিনায়ক উইলিয়ামসন ৭৯ বলে ৫০ ও অভিজ্ঞ রস টেইলর ৩৬ বলে ২১ রানে ক্রিজে আছেন।

সাবধানী ব্যাটিংয়ে উইকেট ধরে রাখলেও রানের গতি বাড়াতে পারছে না নিউজিল্যান্ড। ওভারপ্রতি রানের গড় মাত্র ৩.৭৬। শুরুতে ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ আগুন ঝরানোর পর ইনিংসের মাঝপথে নিয়ন্ত্রিত বোলিং করে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ফলে ১৪তম ওভারে দলীয় পঞ্চাশ ছোঁয়া নিউজিল্যান্ডের স্কোর তিন অঙ্কে পৌঁছায় ২৯তম ওভারে।

দলীয় ১ রানে ওপেনার মার্টিন গাপটিলের বিদায়ের পর আরেক ওপেনার হেনরি নিকোলসের সঙ্গে জুটি বাঁধেন উইলিয়ামসন। এই জুটিতে ৮৯ বলে ৬৮ রান যোগ করেন তারা। নিকোলস ২৮ রান করে জাদেজার শিকার হওয়ার পর উইলিয়ামসনকে সঙ্গ দিচ্ছেন টেইলর। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটির সংগ্রহ ৭০ বলে ৪৪ রান।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা।