বনানীর এফআর টাওয়ারে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
28 March 2019, 07:33 AM
UPDATED 28 March 2019, 16:24 PM

রাজধানীর বনানী এলাকায় এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। টাওয়ারটিকে অনেকে আটকা পড়েছেন।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতারা জানান, সুউচ্চ ভবনটি থেকে অন্তত ছয়জনকে লাফিয়ে পড়তে দেখা যায়। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

বনানীর ১৭ নং সড়কে অবস্থিত ১৯-তলা টাওয়ারটির আট তলায় আগুন লেগেছে বলে জানা যায়। আগুনের তাপে টাওয়ারের কাঁচ ভেঙ্গে পড়তে দেখা যায়।

সেসময় টাওয়ারের ভেতর আটকে পড়া স্বজনদের জন্যে রাস্তায় অপেক্ষারত ব্যক্তিদের আর্তনাদ করতে দেখা যায়।

আজ (২৮ মার্চ) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলেও জানান আমাদের সংবাদদাতা।

এদিকে, দমকল বাহিনীর সদরদপ্তর থেকে দ্য ডেইলি স্টারকে জানানো হয়, দমকল বাহিনীর ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

Banani fire
২৮ মার্চ ২০১৯, বনানীর এফআর টাওয়ারে আগুন। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আরও পড়ুন:

ঢাকার বনানীতে আগুন: অন্তত ১ জনের মৃত্যু