তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা

By স্টার অনলাইন ডেস্ক
7 February 2023, 12:32 PM
UPDATED 7 February 2023, 19:51 PM

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান বলেন, শুধু তুরস্কেই মৃতের সংখ্যা ১৩০ জন বেড়ে ৩ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্প দুর্যোগ এলাকায় ১০টি শহর আছে। তার সরকার বিশ্বের ৭০টি দেশ থেকে সহায়তার প্রস্তাব পেয়েছে।

এরদোয়ান আনাতলিয়া হোটেলগুলোকে ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়া মানুষের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন বলে বিবিসি জানিয়েছে।

তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলের এই অঞ্চল ইউরোপজুড়ে ছুটি কাটাতে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় পর্যটনস্থল।