আজ শাশুড়ি দিবস

রবিউল কমল
রবিউল কমল
23 October 2022, 10:00 AM

প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার শাশুড়ি দিবস উদযাপন করা হয়। শাশুড়ি আমাদের গুরুজন, শুভাকাঙ্ক্ষী। তাই আজকের দিনটি তার জন্য উদযাপন করুন।

শাশুড়ি এমন একজন মানুষ যিনি অনেক সময় নিজের সন্তানকে, অর্থাৎ আপনার সঙ্গীকে পাশ কাটিয়ে আপনাকে সমর্থন দেন। সুতরাং এমন একজন মানুষের জন্য একটি দিন উৎসর্গ করা যেতেই পারে।

তবে সত্যি কথা বলতে, এমন শাশুড়ি পাওয়া কিন্তু সহজ কথা নয়। কারণ অনেকের ক্ষেত্রে এর বিপরীত দৃশ্যও দেখা যায়।

সম্পর্ক যেমনই হোক না কেন শাশুড়ি গুরুজন। তাই তাকে যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সবার সেই দায়িত্ব পালন করা উচিৎ।

এ কথা সত্যি যে শাশুড়ির সঙ্গে যে সবসময় সুসম্পর্ক থাকবে, সেটা নিশ্চিত নয়। বিশেষ করে বিয়েটা যদি প্রেমের হয়, আর তাতে যদি শাশুড়ির মত না থাকে। তাহলে কিন্তু শাশুড়ির সঙ্গে দা-কুমড়া সম্পর্ক হতেই পারে। সেই বৈরি সম্পর্ককে ভালো করার সবচেয়ে ভালো দিন হতে পারে আজ।

আজ তাকে শুভেচ্ছা জানান। তার প্রশংসা করুন। তাতে হয়তো বরফ গললেও গলতে পারে।

শাশুড়ি দিবস একটু হলেও উদযাপন করে চমকে দিতে শাশুড়িকে অন্তত একবার কল দিয়ে জানতে চান, 'আপনি কেমন আছেন'। দেখবেন আপনার একটি ফোনকলে তিনি অনেক খুশি হবেন।

যদি তিনি আপনার কাছাকাছি থাকেন, তাহলে তার সঙ্গে দেখা করুন। তার খোঁজ-খবর নিন। আপনার সামান্য প্রশংসা তার মুখে হাসি ফোটাবে। আর সম্পর্কের মধ্যে এই হাসিটুকুই কিন্তু সব। যা হাজারো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।

অনেকের শাশুড়ির বয়স বেশি হতে পারে। তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, চিকিৎসকের কাছে নিয়ে যান। বৃদ্ধ বয়সে যেন তার যত্নের ত্রুটি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

তার দেখাশোনা করার জন্য সন্তান থাকতেই পারে। কিন্তু, আপনারও তো কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করুন। মনে রাখতে হবে, প্রবীণরা অনেক কিছুতেই আমাদের ওপর নির্ভরশীল। তাই আমাদের হাত দুটি যেন হয় তাদের ভরসাস্থল।