চট্টগ্রামে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
2 December 2025, 13:21 PM

চট্টগ্রামের ফটিকছড়ি ও বোয়ালখালীতে পৃথক স্থান থেকে এক অটোরিকশা চালক ও এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার উদালিয়া পুলিশ বিটের ইনচার্জ জ্যোতিষ চন্দ্র দেব ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার উদালিয়া চা-বাগান এলাকা থেকে হাত ও গলা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় অটোরিকশাচালক সোহেল মিয়ার (১৭) লাশ। 

তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাসিন্দা। 

পুলিশ বলছে, 'প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।'

অন্যদিকে বোয়ালখালীর শ্রীপুর–খরন্দ্বীপ ইউনিয়নে নিজ কক্ষ থেকে মাইক্রোবাসচালক ফারহাদ হোসেন রাজু (৩০)-এর লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাজু সাম্প্রতিক সময়ে আর্থিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশের ভাষ্য, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ সিএমসিএইচ মর্গে পাঠানো হয়েছে।