কোটা সংস্কার আন্দোলনে নিহত ১৪৭: স্বরাষ্ট্রমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
28 July 2024, 10:27 AM
UPDATED 28 July 2024, 16:50 PM

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

তিনি বলেন, নিহতদের সংখ্যার ব্যাপারে নিশ্চিত হতে যাচাইবাছাই চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ বা অন্য পেশার মানুষ রয়েছে তা নির্ধারণের প্রক্রিয়া চলছে।