বিটিভিতে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2024, 13:46 PM

ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

বিটিভির মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিটিভির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরে সন্ধ্যা ৭টায় আবারও বিটিভির ভেতরে ঢুকে কয়েকটি স্থানে আগুন দেয়।