ফ্যাসিস্টরা পরাজয় মেনে নিতে না পেরে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পলাতক ফ্যাসিস্টদের এতটুকু শিক্ষা হয়নি। তারা আবারও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্ত সফল হতে দেবে না। অতীতেও দেয়নি, এটাই আমাদের শক্তি। এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায়। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র তাদের দমিয়ে রাখতে পারে না।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৮ বছর নির্বাসন থাকার পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপি নেতা তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। অনেক উদ্বেগের মধ্যেও কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি। একদিকে আমাদের মাতা তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে, অন্যদিকে এই অনিশ্চয়তা।
তিনি আরও বলেন, এর মধ্যে যিনি আমাদের নিশ্চয়তা ও পথ দেখাচ্ছেন সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ২৫ তারিখ। চলুন তাকে এমন সংবর্ধনা জানাই, যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পাননি।