ওসমান হাদিকে গুলি: শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ

By স্টার অনলাইন রিপোর্ট
13 December 2025, 06:59 AM
UPDATED 13 December 2025, 13:11 PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে 'বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ' শীর্ষক এই সমাবেশ শুরু করে তারা।

598544379_2247464395755456_7470509060201573203_n.jpg
ছবি: পলাশ খান/স্টার

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ারে হাসপাতালে।