ঢাকায় জুবাইদা রহমান, যাচ্ছেন এভারকেয়ারে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন।
লন্ডন থেকে একটি ফ্লাইটে তিনি আজ শুক্রবার সকাল ১০টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জুবাইদা গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি ৩০২ ফ্লাইটে রওনা হন।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন।
খালেদা জিয়া প্রায় দুই সপ্তাহ ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে প্রায় ১৭ বছর পর গত ৬ মে বাংলাদেশে এসেছিলেন জুবাইদা রহমান।
পরিবারের সদস্যদের সঙ্গে এক মাস ঢাকায় থাকার পর তিনি ৫ জুন লন্ডনে ফিরে যান।
জুবাইদা ও তার স্বামী তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন।
আজ শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যাচ্ছে।
দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আগামী রোববার লন্ডন নেওয়া হতে পারে। তার সঙ্গে সেখানে যাবেন জুবাইদা রহমান।