দল হিসেবে আ. লীগের বিচারের আবেদন করব: নাহিদ ইসলাম

By স্টার অনলাইন রিপোর্ট
21 September 2025, 09:06 AM
UPDATED 21 September 2025, 16:26 PM

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। জুলাই অভ্যুত্থানের সময় দমন-পীড়নের জন্য পুরো দল হিসেবে আওয়ামী লীগ দায়ী উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য ও জেরা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ সাংবাদিকদের বলেন, 'দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং সেই সুযোগ আছে। আমরা ট্রাইব্যুনালে আবেদন করব। ট্রাইব্যুনালে এখন যথেষ্ট তথ্য-প্রমাণ এসেছে। যেহেতু শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের বিরুদ্ধে গিয়ে মানুষ হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। সুতরাং রাজনৈতিকভাবে এটি দল হিসেবে আওয়ামী লীগের করা অপরাধ।'

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে। কেউ যদি আমাদের কাছে অভিযোগ দায়ের করে, তাহলে তদন্ত করা সহজ হয়। আদালতে যে সাক্ষ্য-প্রমাণ আসছে, তাতে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠন—যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ১৪ দলীয় জোটের সম্পৃক্ততা পরিষ্কার। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নসহ বিষয়টি আমরা বিবেচনা করব।

ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ নিয়ে এগিয়ে এলে মামলা আরও জোরালো হবে বলে উল্লেখ করেন তিনি। তাজুল ইসলাম বলেন, 'যদি কোনো ভুক্তভোগীর পরিবার দলটির বিচারের দাবিতে অভিযোগ নিয়ে আসে, তবে তা আমাদের জন্য কাজটিকে আরও সহজ করে দেবে।'

আজ বিচারপতি মো. গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। আজই তার জেরা শেষ হয়।