টাঙ্গাইলে কোচ সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 
6 November 2025, 06:38 AM

দারিদ্র্যের কারণে ঝরে পড়া টাঙ্গাইলের কোচ সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীকে আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জেলার সখিপুর উপজেলার বাসিন্দা। পারিবারিক অস্বচ্ছলতার কারণে তারা বিভিন্ন স্কুল ও কলেজ থেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।

শিক্ষা জীবনে ফিরে আসা শিক্ষার্থীরা হলেন—কামন্ত চন্দ্রের মেয়ে শিমুলী, সুনীলের মেয়ে সুবর্ণা, নবীন চন্দ্রের মেয়ে নুপুর রানী, শ্রী সুনীল চন্দ্রের মেয়ে সঞ্চিতা রানী, অনিল চন্দ্রের মেয়ে অনিতা রানী, সুরেশ চন্দ্রের মেয়ে মুক্তি রানী, শ্রী গোপাল চন্দ্রের মেয়ে লতা রানী, কৃষ্ট মোহন কোচের মেয়ে শিপা রানী কোচ, নারায়ন কোচের মেয়ে চৈতি রানী ও ছেলে অন্তর কোচ এবং পরেশ চন্দ্র কোচের ছেলে প্রকাশ চন্দ্র কোচ। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, 'কোচ জনগোষ্ঠীসহ কোনো শিক্ষার্থীই যেন আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ না করে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ অব্যাহত থাকবে।'