সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট
19 October 2024, 03:43 AM
UPDATED 19 October 2024, 09:51 AM

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।

তিনি জানান, গতরাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।